ইউনিয়ন ইন্স্যুরেন্সের অগ্নি বীমা দাবি নিষ্পত্তির চেক হস্তান্তর
গত ১৫.০৯.২০২০-ইং তারিখে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানীর বীমা গ্রহীতা ইকো কটন মিলসের ১ কোটি ৬০ লাখ টাকার চেক বীমা উন্নয়ন কতৃপক্ষের (আইডিআরএ) সভাকক্ষে সম্প্রতি হস্তান্তর করা হয়। এ সময় আইডিআরএ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. এমমোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেন চেকটি ইকো কটন মিলসের ডিরেক্টর- অপারেশন এস এ জামিলের কাছে হস্তান্তর করেন। এ সময় কোম্পানীর দাবি বিভাগের প্রধান মোহাম্মদ আজাদ হোসেন ও কোম্পানি সচিব শাফকাত মওলা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন করমকরতাবৃন্দ উপস্থিত ছিলেন।