ইউনিয়ন ইন্স্যুরেন্সের অগ্নি বীমা দাবি নিষ্পত্তির চেক হস্তান্তর
ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্প্রতি তাদের অগ্নী বীমার একটি চেক হস্তান্তর করে। ঢাকাস্থ বঙ্গবাজার অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ “মেসার্স নাজ সুজ” এর সত্ত্বাধিকারী মোঃ সাইফুর রহমানের হাতে চেক প্রদান করেন কোম্পানীর মূখ্য নির্বাহী পরিচালক তালুকদার মোঃ জাকারিয়া হোসেন । এ সময় কোম্পানীর দাবি বিভাগের প্রধান মোহাম্মদ আজাদ হোসেন ও কোম্পানি সচিব শাফকাত মওলা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন করমকরতাবৃন্দ উপস্থিত ছিলেন।